বাংলাদেশি বোলারদের খুব সহজেই সামলাচ্ছে শ্রীলঙ্কান বোলাররা। ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাটে এসেছে আরও এক সেঞ্চুরি। নিশাঙ্কার সঙ্গে ক্রিজে থিতু হয়ে আছেন দীনেশ চান্ডিমাল। তিনিও ফিফটি করে আরও বড় সংগ্রহের পথে ছুটে চলেছেন।
৮ উইকেট হারিয়ে ২২০ রানে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে এসে ২৪৭ রানে অলআউট হয় তারা। এরপর মধ্যাহ্ন বিরতির আগেই ব্যাট করতে নামে লঙ্কানরা। বিনা উইকেটে ৮৩ রান নিয়ে বিরতিতে যায় দুই স্বাগতিক ব্যাটার নিশাঙ্কা ও লাহিরু উদারা।
তাইজুল ইসলামের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরে যান উদারা। তার ব্যাটে আসে ৬৫ বলে ৪০ রান। এরপর থেকেই নিশাঙ্কা ও চান্ডিমাল দুর্দান্ত ব্যাট করে যাচ্ছেন।
গল টেস্টে সেঞ্চুরি করেছিলেন নিশাঙ্কা। কলম্বো টেস্টেও পেলেন সেঞ্চুরির দেখা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশাঙ্কা ১৭৯ বলে ১০৮ রানে এবং চান্ডিমাল ১০৪ বলে ৫৯ বলে অপরাজিত আছেন। ৫৮ ওভারে শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ দাঁড়িয়েছে ২১০ রান।
এমএইচ//