বিনোদন

গোপালগঞ্জ তুলে যা বললেন নোবেলের সাবেক স্ত্রী!

বায়ান্ন বিনোদন ডেস্ক

গায়ক মাইনুল আহসান নোবেলকে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তবে সম্প্রতি আদালত তাকে জামিন দিয়েছে। ১৯ জুন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি মামলার বাদীকে বিয়ে করেছেন। আর এই ঘটনার পর নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপালগঞ্জ জেলার বিষয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন।

২০১৯ সালের নভেম্বরে সালসাবিল মাহমুদকে বিয়ে করেছিলেন নোবেল। তবে নোবেলের মাদকসেবন ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়েছিল। এক পর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে, যা সালসাবিল নিজেই জানিয়েছিলেন।

এখন আরেক নতুন বিতর্কের জন্ম দিয়েছে সালসাবিলের একটি ফেসবুক পোস্ট। সেখানে তিনি লিখেছেন, ‘এক ব্যক্তিবউকে বাংলাদেশে রেখে প্রবাসে গিয়েছিল।আর কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা’। 

নোবেলের গ্রামের বাড়ি গোপালগঞ্জে হওয়ায় অনেকেই ধরেই নিয়েছেন যে, সালসাবিলের এই মন্তব্য নোবেলকে নিয়ে। যদিও পোস্টটি কিছু সময় পরই সরিয়ে নেওয়া হয়, তবুও তা নিয়ে আলোচনা তুঙ্গে।  

এছাড়া সালসাবিল গণমাধ্যমকে জানান,বর্তমানে তিনি বিদেশে আছেন এবং এখনও নোবেলের সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি।

এদিকে নোবেল দীর্ঘ ছয় বছরের ক্যারিয়ারে একদিকে যেমন তার গানের জন্য অনেক শ্রদ্ধা পেয়েছেন, তেমনি তার উশৃঙ্খল জীবনযাপনও আলোচিত। একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন এই কণ্ঠশিল্পী, যার ফলে সংগীতাঙ্গনে তার শক্ত অবস্থান তৈরি করা সম্ভব হয়নি।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #গায়ক মাইনুল আহসান নোবেল #সালসাবিল