ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকাকালীন সময়েই সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল বিয়ে করলেন অভিযোগকারী নারীকে। পরে গেল বৃহস্পতিবার (১৯ জুন) আদালতের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে এই বিয়ে সম্পন্ন হয়।
ঘটনার শুরুটা ছিল ধর্ষণের অভিযোগ নিয়ে,যেখানে বাদী নারী নিজেকে নোবেলের স্ত্রী বলে দাবি করেন। তবে আদালতে কাবিননামা বা বৈধ বিবাহের কোনও লিখিত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন আসামিপক্ষের আইনজীবী। এরপর আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে নোবেলকে অভিযোগকারীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নির্দেশ দেন।
নোবেলের আইনজীবী জানান, তার মক্কেল কারাগারে থেকেই লিখিতভাবে বিয়ে করতে সম্মতি দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। দেনমোহর ধার্য হয় ১০ লাখ টাকা।
উল্লেখ্য, নোবেল গত ২০ মে গ্রেপ্তার হন। অভিযোগে বলা হয়, তিনি ইসরাত জাহান প্রিয়া নামের এক নারীকে দীর্ঘ সময় ধরে একটি বাসায় আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন। নোবেলের বিরুদ্ধে এটাই প্রথম নয় ২০১৯ সালে চট্টগ্রামের এক তরুণীও তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। ওই ঘটনার কিছুদিন পর তিনি সালসাবিল মাহমুদকে বিয়ে করেছিলেন। তবে সে সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি এবং পরে ভেঙে যায়।
সংগীতজগতে নোবেলের উত্থান হয়েছিল ভারতীয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র মাধ্যমে। সেখান থেকে জনপ্রিয়তা পাওয়ার পর তিনি নিজের মৌলিক গান এবং বিভিন্ন কাভার সং দিয়ে শ্রোতাদের মন জয় করেন। কিন্তু তার ব্যক্তিগত জীবনে একাধিক বিতর্ক তাকে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।
এসকে//