অপরাধ

কারাগারে নোবেল, বাদীকে নিজের স্ত্রী দাবি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ মে) বিকেল ৩টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক জিয়া উদ্দিন আহমেদ এ আদেশ দেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে নোবেলকে আদালতে হাজির করে পুলিশ। শুনানির সময় মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পুলিশ পরিদর্শক মুরাদ হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অপরদিকে, আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর বিচারক তা নামঞ্জুর করেন।

আদালতকক্ষে নোবেল দাবি করেন, অভিযোগকারী তরুণী তার স্ত্রী। তাদের বিয়ে হয়েছে গত বছরের ২৮ ডিসেম্বর এবং বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। তবে বিয়ের কোনো প্রমাণপত্র আদালতে জমা দিতে পারেননি তার আইনজীবী।

এর আগে সোমবার (২০ মে) রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলা এলাকায় তার বাসা থেকে এক তরুণীকে উদ্ধার করে পুলিশ। ওই রাতেই ভুক্তভোগী থানায় মামলা করেন।

পুলিশ জানায়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে তরুণীর পরিচয় হয়। এরপর গত বছরের ১২ নভেম্বর মোহাম্মদপুরে দেখা করার কথা বলে ডেমরায় নিজ বাসায় নিয়ে যান নোবেল। সেখানেই তার দুই-তিন সহযোগীর সহায়তায় ভুক্তভোগীকে আটকে রাখা হয়। এ সময় নোবেল তার মোবাইল ভেঙে ফেলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় তাকে মারধর ও ধর্ষণ করেন। এমনকি ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে সোমবার পর্যন্ত বাসায় আটকে রাখা হয় তাকে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেল কর্তৃক ভুক্তভোগীকে মারধরের একটি ভাইরাল হয়। এই ঘটনার ভিডিও দেখে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে ৯৯৯-এ ফোন করেন। এরপর পুলিশ ওই নারীকে উদ্ধার করে এবং তার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। তদন্ত চলাকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত তথ্যের সহায়তায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

ভারতীয় জি বাংলার ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান মাইনুল আহসান নোবেল। তবে পরবর্তী সময়ে মঞ্চে অসদাচরণ, প্রতারণার অভিযোগ, পারিবারিক অস্থিরতা ও একাধিক আইনি জটিলতায় জড়িয়ে পড়েন তিনি।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নোবেল #সংগীতশিল্পী