ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছে না মৃত্যুর মিছিল। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫৩ হাজার ৪৭৫ জন।
গাজায় সামরিক অভিযান বন্ধ করতে ও ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছে দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। এটি না করলে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে, এমন হুমকিও দিয়েছে দেশগুলো।
মঙ্গলবার (২০ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানে ইসরাইলি সরকারের অস্বীকৃতি গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ‘পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্স। প্রয়োজনে নিষেধাজ্ঞাসহ অন্যান্য পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ওই তিন দেশ।
নিষেধাজ্ঞার হুমকির প্রেক্ষিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘লন্ডন, অটোয়া এবং প্যারিসের নেতারা ৭ অক্টোবর ইসরাইলে চালানো গণহত্যার জন্য বিশাল পুরস্কারের প্রস্তাব দিচ্ছেন। তারা আরও নৃশংসতাকে আমন্ত্রণ জানাচ্ছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ইসরাইল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা করবে।
এমএ//