পঞ্চম দিনে গড়িয়েছে গল টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে লিড বাড়িয়ে চলছে বাংলাদেশ, এরমধ্যে তা ২০০ ছাড়িয়েছে। চতুর্থ দিন শেষে ১৮৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম এখনো ক্রিজে রয়েছেন।
শান্ত এগিয়ে চলছেন সেঞ্চুরির দিকে, আর মুশফিক ফিফটির দিকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২০৬ রান, লিড ২১৬ রান। শান্ত অপরাজিত আছেন ৭০ রানে, মুশফিক ৩৭ রানে।
আজ গল টেস্টের শেষ দিন। বাংলাদেশ কত রানের সংগ্রহ নিজেদের জন্য যথেষ্ট ভাববে, তা-ই এখন দেখার বিষয়। এই টেস্টের ফলাফলে হয়তো এখন পর্যন্ত ড্র এর সম্ভাবনা বেশি। তবে এখনো কেবল সকালের সেশন চলছে, পরে আছে আরও দুই সেশন।
সাদা পোশাকের টেস্ট ম্যাচ যেকোনো সময় যেকোনো দিকেই ঘুরে যেতে পারে।
এমএইচ//