ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উপকেন্দ্র ছিল সেমনান শহরের আশেপাশে। শুক্রবার (২০ জুন) রাতে ভূমিকম্পটি ঘটেছে সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, যেটি ফর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
রাজধানী তেহরান পর্যন্ত কম্পনের আঁচ টের পাওয়া গেছে। যদিও কম্পন ছিল অপেক্ষাকৃত হালকা এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হয়নি।
তবে ভূমিকম্পের প্রকৃত মাত্রা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২, আর কিছু সংবাদমাধ্যম বলছে ৫ দশমিক ৫।
এই কম্পনের পেছনে প্রাকৃতিক কারণ নাকি অন্য কিছু, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এক জনপ্রিয় ইরানি ব্লগার তার টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কোনো ধরনের 'পরীক্ষা' চালাতে গিয়ে এই কাঁপুনি সৃষ্টি করে থাকতে পারে।
যদিও এ বিষয়ে এখনো কোনো সরকারি নিশ্চয়তা নেই এবং দেশটির মূলধারার সংবাদমাধ্যমগুলো এ ধরনের কোনো পরীক্ষা নিয়ে কিছু জানায়নি।
এদিকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেহমাই প্রদেশে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটনিউজ-এর দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল ‘মাগার’ নামের একটি সামরিক স্থাপনা।
ভূমিকম্প এবং হামলার এই যুগপৎ ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় ইরানে মাঝেমধ্যেই এমন কম্পন হয়ে থাকে।
এমএ//