ক্যাম্পাস

ইউআইইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দাবি সংস্কারের

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর নতুনবাজার এলাকায় শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।  এতে কুড়িল বিশ্বরোড ও বাড্ডা সড়কটি একদমই যান চলাচলের জন্য বন্ধ হয়ে যায়, যার ফলে ভোগান্তিতে পড়েন বহু পথচারী ও গাড়িচালক।

এ বিষয়ে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা তাদের দুই প্রধান দাবির ভিত্তিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।  প্রথমত তারা উপাচার্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ৪০ শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।  দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ের চলমান প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে দ্রুত একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করার দাবি তুলেছেন।

পুলিশ জানায়, শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পাশের এলাকায় অবস্থান নেওয়ার অনুরোধ করা হয়েছে, যাতে যান চলাচল পুরোপুরি বন্ধ না হয়ে যায়। তবে শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি অবিচল থাকার কথা জানিয়ে বলেন, কিছুক্ষণ পর তারা সড়ক ছেড়ে চলে যাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিস্থিতি গত কয়েক মাস ধরে অস্থির। গেল এপ্রিল মাসে শিক্ষার্থীদের বিক্ষোভের পর উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। এরপর ২৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়, যদিও ২০ মে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তবে ক্যাম্পাসে সরাসরি ক্লাস এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এখনো অব্যাহত রয়েছে।

এদিকে ২ জুন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ২৪ জনকে স্থায়ীভাবে এবং ১৬ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের একাধিক অভিযোগ তারা প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউআইইউ #সড়ক অবরোধ