ভারতগামী বিমানে আবারও মিলেছে জীবন্ত সাপের দেখা। এ নিয়ে গেল মাসে তৃতীয়বারের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি হলো।
মুম্বাইয়ের কাস্টমস কর্মকর্তাদের বরাতে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড থেকে আসা একজন যাত্রীকে জীবন্ত সাপের মালামালসহ আটক করেছেন। থাইল্যান্ড থেকে ফেরত আসা যাত্রীর কাছ থেকে ১৬টি জীবন্ত সাপ জব্দ করা হয়েছে।
কাস্টমস সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (২৯ জুন) ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সাপগুলোর মধ্যে ছিল গার্টার স্নেক, একটি গণ্ডার র্যাট স্নেক এবং একটি কেনিয়ান স্যান্ড বোয়া।
এর আগে, গেলো জুনের শুরুতে কাস্টমস কর্মকর্তারা থাইল্যান্ড থেকে আসা কয়েক ডজন বিষাক্ত সাপসহ পাচারকারী এক যাত্রীকে আটক করেন।
এমএ//