দেশজুড়ে

জনতার ভিড়, সাক্ষাৎকারের চাপ—বাড়ি ছাড়লেন কুমিল্লার সেই নারী

ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরে পাশবিক নির্যাতনের শিকার সেই নারী বাড়ি ছেড়ে অন্যত্র গেছেন।  ঘটনার পর প্রতিদিনই তাঁদের বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ভিড় এবং গণমাধ্যমকর্মী ও ইউটিউবাররা সাক্ষাৎকার নিতে ভিড় করায় তার জীবন দুর্বিষহ উঠেছে। বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি বাড়ি ছেড়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এক ব্যক্তি জানান, সোমবার বিকেলে ভুক্তভোগী নারী তাঁর স্বামীর বাড়ি যাবেন বলে বাবার বাড়ি থেকে বের হয়েছেন। পুলিশের সহযোগিতায় তিনি দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন। এরপর তাঁর মাবাবাসহ পরিবারের লোকজনও অন্যত্র চলে যান।

এদিকে  আজ ভুক্তভোগীর বাড়ি আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তাঁর আগমন উপলক্ষে হাজারো মানুষ আজ বেলা ১১টার পর থেকে তাঁর বাবার বাড়ি ও আশপাশে অবস্থান নেন। এভাবে লোকজনের ভিড় হবেসম্ভবত বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ও তাঁর বাবার বাড়ির লোকজন বাড়ি থেকে সরে গেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

কুমিল্লা জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, অনেকে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভিডিওতে ভুক্তভোগীর চেহারা দেখিয়ে আরও সমস্যায় ফেলছেন। এসব কারণেই ভুক্তভোগী বাড়ি থেকে সরে গেছেন। সোমবার তিনি পুলিশের কাছে সহায়তা চাইলে পুলিশ তাঁকে সহায়তা করেছে।

এদিকে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, এরই মধ্যে বেশ কয়েকজনকে তারা শনাক্ত করতে পেরেছে। তবে তাঁরা এলাকা থেকে পালিয়ে গেছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুমিল্লা