রাজনীতি

এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি। রাষ্ট্র ও মৌলিক সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচনে যেতে হবে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির প্রথমদিনে গাইবান্ধা জেলা শহরের পৌর পার্কের শহীদ মিনার চত্বরে পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন,  জুলাই গণহত্যাসহ গত ১৬ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে যত অপকর্ম হয়েছে তার বিচার বাংলার মাটিতে করতে হবে।

তিনি বলেন,  ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও খুনি হাসিনা ভারতে বসে থেকে নানা ষড়যন্ত্র করছে। বাংলাদেশে দুর্নীতি-লুটপাট ও চাঁদাবাজির আর কোনও সুযোগ থাকবে না। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। যে বাংলাদেশে আপনার আমার অধিকার আর দায়িত্বের কথা লেখা থাকবে

এ এনসিপি নেতা বলেন,  আমরা বিগত সময়ে যেমন রাজপথে ছিলাম ঠিক আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবো। নতুন দেশ গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টি মানুষের জন্য মাঠে থাকবে।

সাবেক এ উপদেষ্টা বলেন, ২০২৪ সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার ডাক দিয়েছিলাম এখন উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনও গঠন হয়নি। গাইবান্ধা জেলার সমস্যা সমাধানে সবাইকে নির্ভয়ে কথা বলতে হবে।এ জন্য দলমত নির্বিশেষে সবাইকে গাইবান্ধার উন্নয়নে কাজ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পথসভার পর এনসিপির উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলম গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমাদের প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহ কতটুকু তা বাস্তবে উপলদ্ধি করছি। বাংলাদেশের মানুষ তীব্রভাবে একটা পরিবর্তন চায়। শুধু তাদের কাছে একটা ভালো অপশন প্রয়োজন। আমরা এনসিপির পক্ষ থেকে সর্বোচ্চ লড়াই করবো, সেই ভালো অপশনটি হওয়ার। এনসিপি শুধু তারুণ্যের দল নয়, আগামীতে জনগণের কণ্ঠস্বর হয়ে আমরা সংসদে কথা বলবো।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নাহিদ