বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি অর্থবছরের শুরুতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার বেশি। মঙ্গলবার (০১ জুলাই) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (বিপিএম-৬ পদ্ধতি অনুসারে) আইএমএফের হিসাবে বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।
এর আগের সপ্তাহে, ২৭ জুন এই রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার। তখন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মোট রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
আরিফ হোসেন খান জানান, আইএমএফের ফরম্যাটে রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৬৬ বিলিয়ন ডলারের কিছু বেশি। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে এই অঙ্ক ৩১.৬৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
তবে সব মিলিয়ে সরকারের ব্যয়োপযোগী বা ব্যবহারযোগ্য রিজার্ভ এখন ১৮ বিলিয়ন ডলারের বেশি বলে জানিয়েছেন তিনি।
এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক লেনদেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।