আন্তর্জাতিক

গাজার ৮৫ শতাংশ এলাকা উচ্ছেদ আতঙ্কে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকার প্রায় ৮৫ শতাংশ এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নতুবা উচ্ছেদ আতঙ্কে আছে। আবার কোথাও কোথাও উভয় অবস্থাই বিরাজ করছে।

গতকাল বুধবার (০২ জুলাই) এমনটাই জানিয়েছে জাতিসংঘ। 

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সংবাদ সম্মেলনে বলেন, উচ্ছেদ আদেশগুলো মানুষকে জরুরি সহায়তা পাওয়া বঞ্চিত করছে। সর্বশেষ খান ইউনিসের দুটি এলাকায় উচ্ছেদ আদেশ দেয়া হয়েছে। ওই এলাকায় প্রায় ৮০ হাজার মানুষ বাস করেন। এই আদেশের কারণে খান ইউনিসের প্রধান পানি সরবরাহ কেন্দ্র আল সাতার নামের একটি গুরুত্বপূর্ণ জলাধারে এখন প্রবেশ করা যাচ্ছে না।

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #স্টিফেন ডুজারিক #জাতিসংঘ