আন্তর্জাতিক

গাজায় ১ দিনে প্রাণ হারালো আরও ১১৮ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

গাজার চারপাশে অব্যাহত রয়েছে দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলা। রক্তাক্ত হয়ে উঠেছে অবরুদ্ধ উপত্যকা। গেল ২৪ ঘণ্টায় সেখানে বর্বর দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে অন্তত ১১৮ ফিলিস্তিনির, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার (০৩ জুন) ভোর থেকে বিকেল পর্যন্ত নিহতদের মধ্যে অন্তত ৭৩ জন বিভিন্ন স্থানে চালানো হামলার শিকার হন। শুধু গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) খাদ্যবিতরণ কেন্দ্রে সহায়তা নিতে যাওয়া সাধারণ মানুষের মধ্যেই নিহত হন ৩৩ জন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সংঘটিত ২৬টি আক্রমণে মোট ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এসব হামলা মূলত বেসামরিক আশ্রয়কেন্দ্র, ঘরবাড়ি ও ত্রাণকেন্দ্র লক্ষ্য করে চালানো হয়

দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় এক তাবুতে বোমা হামলায় ১৩ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, গাজার পশ্চিমাঞ্চলে মুস্তাফা হাফেজ স্কুলে আশ্রয় নেওয়া ১৬ জন নিহত হয়েছেন বোমাবর্ষণে।

সেই স্কুলে আশ্রিত আহমেদ মনসুর বলেন, ভোররাতে হঠাৎ বিশাল শব্দে ঘুম ভাঙে। মনে হচ্ছিল মাটি কাঁপছে। চারপাশে আগুন ছড়িয়ে পড়ে, মানুষ সাহায্য চাইছিল, কিন্তু কেউ কিছু করতে পারছিল না। যারা বের হতে পারেনি, তারা পুড়েই মারা গেছে।’

গাজার প্রশাসন বলছে, এই হামলাগুলো পরিকল্পিতভাবে নারী, শিশু ও ক্ষুধার্থদের লক্ষ্য করে চালানো হয়েছে।

এদিকে, দেইর আল-বালাহ এলাকা থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম জানান, ‘মানুষ একটুখানি খাবারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে, আর ঠিক সেই সময় শুরু হয় গুলিবর্ষণ। কোনো আগাম সতর্কতা নেই।  এমনও সময় আসে যখন উদ্ধারকারী দলও সামনে যেতে পারে না।’

গাজার ভয়াবহ মানবিক সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাই প্রমাণ করে, এই শহরের মানবতা ভেঙে পড়েছে।’

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল #ফিলিস্তিন