আন্তর্জাতিক

ভারত মদদপুষ্ট ৩০ যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের সময় ৩০ যোদ্ধাকে হত্যা করেছে পাকিস্তান। শুক্রবার দেশটির সেনাবাহিনীর বরাতে কাতারের সংবাদমাদধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনী বিবৃতিতে জানায়, তিন দিনের অভিযানে নিহত এসব যোদ্ধা পাকিস্তানি তালেবান ও এর সহযোগী সংগঠনের সদস্য। অভিযানের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে পাক সেনাবাহিনী।   

গেলো সপ্তাহে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উওর ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবানের একটি অংশ আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে পাক সেনাবাহিনীর ১৬ সদস্য নিহত হন। ওই ঘটনার পরই একই স্থানে ৩০ যোদ্ধাকে হত্যার দাবি করলো ইসলামাবাদ।

এদিকে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়ার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাশাপাশি নিহত যোদ্ধারা ভারতের মদদপুষ্ট বলে পাক প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়। 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #ভারত