যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভারী বর্ষণের ফলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রোববার (০৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের শহর, যেখানে একাই মারা গেছেন ৪৩ জন। ট্র্যাভিস শহরে চারজন এবং বার্নেট শহরে প্রাণ হারিয়েছেন তিনজন। উদ্ধারকাজে এখনও পর্যন্ত অন্তত ৮৫০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, নিখোঁজদের সন্ধানে ব্যাপক অভিযান চলছে। শত শত উদ্ধারকর্মী, হেলিকপ্টার, ড্রোন এবং নৌকার সহায়তায় তল্লাশি অব্যাহত রয়েছে। যতক্ষণ না শেষ ব্যক্তি পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে বলে জানানো হয়।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, প্রতিটি প্রাণ গুরুত্বপূর্ণ—এমন মনোভাব নিয়ে কাজ করছেন কর্মকর্তারা। বন্যার পানিতে ভেসে যাওয়া মানুষদের খুঁজে পেতে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংকট মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ফেডারেল প্রশাসন।
বৃষ্টিপাত শুরু হয়েছিল গত বৃহস্পতিবার সকাল থেকে। প্রথমে হালকা বৃষ্টি হলেও দুপুর গড়াতে গড়াতে তা রূপ নেয় প্রবল বর্ষণে। সন্ধ্যার পরই হঠাৎ করেই সৃষ্টি হয় ভয়াবহ বন্যা, যা এখন পর্যন্ত অঞ্চলটির জন্য মারাত্মক দুর্যোগ হয়ে উঠেছে।
এমএ//