আন্তর্জাতিক

সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর এটি নেতানিয়াহুর তৃতীয়বারের মত যুক্তরাষ্ট্র সফর হবে।  

রোববার কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সফরে নেতানিয়াহু ইরান ও গাজা ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন।

গেলো সপ্তাহে ট্রাম্প জানান, ইসরাইল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। 

অন্যদিকে গেলো ৪ জুলাই যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের ইতিবাচক জবাব দেয় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস।

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইলি প্রধানমন্ত্রী #যুক্তরাষ্ট্র