ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ হামলায় তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি।
বয়টার্স জানিয়েছে, হুদাইদা প্রদেশের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল।
হামলার পর হুতির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরাইলি হামলা প্রতিহত করেছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইলের কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ধরনের হামলাকে ‘অপারেশন ব্যাক ফ্যাগ’র অংশ হিসেবে উল্লেখ করেন। হুতিদের কর্মের জন্য চড়া মূল চুকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।