পরিবেশবাদী সংগঠন Extinction Rebellion অভিযোগ করেছে, প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সহচর এবং তারা মানবতার বিরুদ্ধে অপরাধে সহযোগিতা করছে।
রোববার (০৬ জুলাই) নিউইয়র্ক সিটির অ্যাপল ফিফথ অ্যাভিনিউ স্টোরের সামনে Extinction Rebellion-এর কর্মীরা একটি মিছিলের আয়োজন করেন। তারা স্টোরের জানালায় স্প্রে পেইন্ট দিয়ে ‘boycott’ ও ‘Trump = Toxic’ লেখেন, অ্যাপলকে জলবায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট থাকার জন্য দায়ী করেন।
Extinction Rebellion বিশ্বব্যাপী জলবায়ু ভারসাম্য রক্ষায় কাজ করে এবং তারা দাবি করে, অ্যাপল পরিবেশের প্রতি দায়বদ্ধ না থেকে জলবায়ু সংকটকে অবহেলা করছে।