খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে গেল ১১ মাসে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক প্রতারক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর সাম্প্রতিক তদন্তে এ তথ্য উঠে এসেছে। অভিযুক্ত মোতাল্লেছ হোসেন এখনো পলাতক রয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন জনকে ফোন করে প্রতারণার ফাঁদ পাততে শুরু করেন মোতাল্লেছ। ফোনের অপর প্রান্তে তিনি বলতেন, ‘আমি খালেদা জিয়া বলছি।’ রাজনৈতিক পরিচিতি কাজে লাগিয়ে তিনি বিশ্বাস অর্জন করতেন এবং টাকা আদায় করতেন সরল বিশ্বাসী ব্যক্তিদের কাছ থেকে।
ঘটনাটি ধরা পড়ে একটি বেসরকারি ব্যাংকের নজরে আসার পর। গুলশান শাখায় মোতাল্লেছের নামে ৩ মাসে জমা পড়ে ৬ কোটি ৩৭ লাখ টাকা। এত অস্বাভাবিক লেনদেন দেখে ব্যাংকটি তার আর্থিক বিবরণ চায় এবং বিষয়টি বিএফআইইউ-এর নজরে আসে।
বিএফআইইউ-এর অনুসন্ধানে উঠে আসে, মোতাল্লেছ ও তার প্রতিষ্ঠানের নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের মধ্যে ৭টিতে জমা হয়েছে মোট ২৬ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে শুধু নভেম্বর থেকে পরবর্তী তিন মাসেই জমেছে ১১ কোটি ১১ লাখ টাকা। অথচ তার আয়কর রিটার্ন বলছে, ২০২৩-২৪ অর্থবছরে তার ঘোষিত সম্পদের পরিমাণ মাত্র ৩৪ লাখ টাকা।
তদন্তকারীদের ভাষ্যমতে, ভুয়া পরিচয়ে মোতাল্লেছ টাকা চেয়ে নেন এবং অনেকেই সরল বিশ্বাসে তা পাঠিয়ে দেন। প্রতারণার বিষয়টি নিশ্চিত হলেও এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি।
দুদকের আইনজীবী আসিফ হোসেন বলেন, ‘পুরো ঘটনাটিই প্রতারণা, কিন্তু কেউ এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি।’
এদিকে, মোতাল্লেছের ব্যাংক অ্যাকাউন্টের নমিনী হিসেবে আছেন তার ভাই, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান। তিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত।
এমএ//