প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন মুলুকে পা রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তাতেই বিক্ষোভে ফেটে পড়েছে ওয়াশিংটনের ফিলিস্তিনপন্থীরা। হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন শত শত মানুষ।
তারা স্লোগান দিচ্ছেন— ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন!’
প্ল্যাকার্ডে লেখা— ‘স্টপ আর্মিং ইসরায়েল’, ‘নেতানিয়াহু ওয়ান্টেড’।
পুলিশের উপস্থিতিতেই কেউ নেতানিয়াহুর ছবিতে জুতা ছুঁড়ে মারছে, কেউ লাথি দিচ্ছে, আবার কেউ চড় মারছে। আর আশপাশ থেকে উৎসাহ দিচ্ছেন বাকিরা।
তাদের দাবি একটাই গাজায় যুদ্ধ বন্ধ হোক।
আমেরিকার সফরের অংশ হিসেবে সোমবার (০৭ জুলাই) রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নৈশভোজ করেছেন নেতানিয়াহু।
বিশ্ববাসীকে অবাক করে দিয়ে নেতানিয়াহু ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নও দিয়েছেন।
তার দাবি, ট্রাম্প একের পর এক দেশকে শান্তির পথে এগিয়ে নিচ্ছেন।
নেতানিয়াহুর এই সফরের সময়ই কাতারের রাজধানী দোহায় চলছে হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা। মধ্যস্থতা করছে কাতার ও মিসর।
প্রস্তাব রয়েছে ৬০ দিনের জন্য লড়াই বন্ধ করা।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসি//