আন্তর্জাতিক

আন্দোলনে গুলি চালানোর নির্দেশ ছিল শেখ হাসিনার

আন্তর্জাতিক ডেস্ক

২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে সংঘটিত ছাত্র আন্দোলনের সময়কার একটি অডিও কলের সত্যতা যাচাই করে নিশ্চিত করেছে বিবিসি। ওই অডিওতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যায়।

বুধবার (০৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গেল মার্চে ফাঁস হওয়া ওই কল রেকর্ড করা হয়েছিল সরকারের টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সংস্থার (এনটিএমসি) মাধ্যমে। সূত্র জানায়, ১৮ জুলাই ঢাকায় গণভবন থেকে করা ওই ফোনে হাসিনাকে স্পষ্ট করে বলতে শোনা যায়, ‘প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করো। যেখানে পাবে, গুলি করবে।’

বিবিসি এবং ফরেনসিক বিশ্লেষক প্রতিষ্ঠান ‘ইয়ারশট’ কলটির প্রযুক্তিগত যাচাই করে নিশ্চিত করেছে যে, অডিওটি সম্পূর্ণ আসল। এতে কোনো কাটাছেঁড়া বা কারসাজির প্রমাণ মেলেনি। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)ও একই রকম বক্তব্য দিয়েছে। তারা জানিয়েছেন, অডিওটি শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে পুরোপুরি মিলে গেছে।

বিবিসির অনুসন্ধানে উঠে আসে, সেই নির্দেশনার পরপরই ঢাকায় মরণাস্ত্র ব্যবহার শুরু করে পুলিশ। ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে অন্তত ৫২ জন বিক্ষোভকারী নিহত হয়।  সিসিটিভি ফুটেজ, ড্রোন ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণেও দেখা গেছে ঘটনাস্থল থেকে সেনাবাহিনী সরে যাওয়ার পরপরই পুলিশ গুলি চালায়। আন্দোলনকারীরা পরে যাত্রাবাড়ী থানায় হামলা চালালে ছয় পুলিশ সদস্যও প্রাণ হারান।

জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনের সময় সারাদেশে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়।

আওয়ামী লীগ অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দলের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ‘এই অডিওর মাধ্যমে কোনো বেআইনি কর্মকাণ্ড প্রমাণিত হয় না। এটি ছিল একটি প্রতিক্রিয়া, পরিস্থিতি সামাল দিতে নেওয়া সিদ্ধান্ত।’

বাংলাদেশ পুলিশ জানায়, ওই সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাদের ৬০ সদস্যকে আটক করা হয়েছে এবং একটি নিরপেক্ষ তদন্ত চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই #ছাত্র আন্দোলন #অডিও #শেখ হাসিনা