দেশজুড়ে

বৃষ্টি খরায় ভুগছে রংপুর, পুড়ছে উত্তরাঞ্চল

ছবি: ফাইল ছবি

দেশজুড়ে টানা বৃষ্টিতে ভিজছে মাঠঘাট, কিন্তু বৃষ্টির দেখা নেই রংপুরে। যখন রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে, তখন রংপুর বিভাগে এক মিলিমিটার বৃষ্টিও যেন স্বপ্ন!

গত দুই দিনের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে দেখা গেছে, রংপুর প্রায় শুষ্ক অবস্থায়ই রয়েছে। গতকাল মঙ্গলবার (০৮ জুলাই) দেশের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ দিন শুধু পঞ্চগড়ের তেতুলিয়ায় ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। বুধবার (০৯ জুলাই) রংপুর বিভাগে বৃষ্টিপাত ছিল প্রায় শূন্যের কাছাকাছি। দিনাজপুরে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

বুধবারের আবহাওয়া বার্তায় দেখা যায়, রংপুর বাদে দেশের সাতটি অঞ্চলে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিনেও দেশের চারটি বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রংপুরের জন্য বিশেষ কোনো আশার কথা নেই।

দেশের সর্ব উত্তরের বিভাগে বৃষ্টির অভাবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমও। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের নীলফামারীর ডিমলা উপজেলায়। উপজেলাটিতে এদিন ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তীব্র গরম আর বৃষ্টির অভাবে চাষাবাদ থেকে শুরু করে জনজীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে রংপুর বিভাগে। বৃষ্টির অভাবে থেমে রয়েছে বিভাগের চাষাবাদ। বর্ষার ভরা মৌসুমেও হাল চাষ করতে পারছে না চাষীরা। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বৃষ্টি #রংপুর #খরা