আন্তর্জাতিক

চীন, পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য হুমকি হতে পারে: জেনারেল চৌহান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকা কৌশলগত ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান।

মঙ্গলবার (০৯ জুলাই) ভারতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। 

বক্তব্যে তিনি বলেন, এই তিন দেশের পারস্পরিক স্বার্থের ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এতে আঞ্চলিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের কিছু দেশের অর্থনৈতিক দুর্বলতা বহিরাগত শক্তিগুলোকে রাজনৈতিক হস্তক্ষেপ ও ঋণ-কূটনীতির মাধ্যমে প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। এসব প্রক্রিয়ার মাধ্যমে ভারতকে ঘিরে একটি দুর্বলতার বলয় তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জেনারেল অনিল চৌহান। তিনি বলেন, ক্ষমতার পালাবদল, সরকারবিরোধী অস্থিরতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে জটিল করে তুলেছে। চীনের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্কের পাশাপাশি বর্তমানে বাংলাদেশের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এই তিন দেশের ঘনিষ্ঠতা ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #চীন #পাকিস্তান #ও #বাংলাদেশের #ঘনিষ্ঠতা #ভারতের #জন্য #হুমকি #হতে #পারে #জেনারেল #চৌহান #