যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক সংক্রান্ত দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে আজ বুধবার (০৯ জুলাই) থেকে আনুষ্ঠানিক বৈঠকে বসছে বাংলাদেশ। এই বৈঠক চলবে ১১ জুলাই পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশকে এ আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ১৪টি দেশের সরকার প্রধানদের কাছে চিঠি পাঠান। এরপরই দ্বিতীয় দফার আলোচনায় বসা প্রথম দেশগুলোর একটি হলো বাংলাদেশ।
এই দফায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন। তিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে আলোচনায় অংশ নিচ্ছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
এছাড়া বাণিজ্য সচিবসহ মন্ত্রণালয়ের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।
প্রেস সচিব জানান, গেল ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার সফল আলোচনা সামনে রেখে বাংলাদেশ আশাবাদী, এবারকার বৈঠকে পাল্টা শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির পথে এগোনো সম্ভব হবে।
এমএ//