আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে আরও ৭৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় আবারও প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি। শুধুমাত্র বুধবারেই (০৯ জুলাই) ইসরাইলের হামলায় নিহত হয়েছেন আরও ৭৪ জন। নিহতদের মধ্যে খাদ্য সহায়তা নিতে এসে ৮ জন প্রাণ হারিয়েছেন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

প্রতিবেদনে জানিয়েছে,গাজায় ইসরাইলি আগ্রাসন থামার কোনও লক্ষণ নেই। যুদ্ধের ভয়াবহতা এতটাই বেড়েছে যে, এখন মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে গুলির শিকার হচ্ছেন। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF) এর ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা নিতে আসা ৮ জন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, ইতোমধ্যে সহায়তা কেন্দ্রগুলোতে হামলায় নিহতের সংখ্যা ৭৭০ ছাড়িয়েছে।

আল জাজিরা আরও জানায়,মানুষ এখন খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়ে প্রাণ হারাচ্ছে। যেন এটি হয়ে উঠেছে গাজার মানুষদের জন্য প্রতিদিনকার এক ভয়ঙ্কর বাস্তবতা। এই পটভূমিতে যুদ্ধবিরতির আলোচনায় আশার আভাস দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  

তারা জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবনা মেনে নিয়ে তারা ১০ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত।

তবে হামাস জানিয়েছে, যুদ্ধবির্তার আলোচনা এখনো কঠিন পর্যায়ে আছে। কারণ ইসরাইল ‘একগুঁয়ে’ আচরণ করছে এবং গঠনমূলক নমনীয়তা দেখাচ্ছে না।

হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল-নুনু বলেন,তারা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে।  তাদের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে, গণহত্যা বন্ধ করতে এবং সম্মানজনকভাবে ত্রাণ প্রবাহ অব্যাহত রাখতে সর্বোচ্চ নমনীয়তা দেখিয়েছেন।

তিনি আরও বলেন,যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরাইলি বাহিনী যেন এমন স্থানে অবস্থান করে, যা সাধারণ ফিলিস্তিনি জনগণের জীবনযাত্রাকে ব্যাহত না করে এবং আলোচনার পরবর্তী ধাপকে সহজ করে।  

অন্যদিকে, ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে।  এই সপ্তাহেই চুক্তি হতে পারে, আবার নাও হতে পারে।  এমন ইস্যুতে কখনোই কিছু নিশ্চিত করে বলা যায় না।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের টানা হামলায় মোট ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৭,৬০০ জনে। প্রতিদিন বেড়ে চলা এই সংখ্যা এখন বিশ্ববাসীর বিবেককে নাড়া দিচ্ছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল