আরও ১০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে মুক্তি দিতে চায় সংগঠনটি।
গেল বুধবার (০৯ জুলাই) হামাসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৭৪ জনের নিহত হয়েছেন। হামলার পর হামাস নেতারা বলেছেন, ইসরাইলিদের ‘একগুঁয়েমি’ মনোভাব যুদ্ধবিরতির চলমান আলোচনা ‘কঠিন’ করে তুলবে।
কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনায় এখনও বেশ কিছু বিষয়ে দ্বিধা আছে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, সেখানকার মানুষদের জরুরি সহায়তা, ও স্থায়ী যুদ্ধবিরতির প্রকৃত নিশ্চয়তার মতো ব্যাপার আছে।