শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্সসহ প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে যৌথ বাহিনী। সুনামগঞ্জে সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে এই পণ্যগুলো জব্দ করা হয়।
শুক্রবার (১১ জুলাই) জেলার জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজারের রাস্তার উপর থেকে মালিকবিহীন অবস্থায় এসব চোরাই পণ্য জব্দ করা হয়। বিষয়টি সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে. এম জাকারিয়া কাদির বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৮ হাজার ৯৭৭ পিস ভারতীয় কসমেটিক্স ও ১৪ হাজার ৮৭২ পিস কুকুর ও বিড়ালের ঔষধ আটক করা হয়। আটককৃত এসব চোরাই পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে প্রায়ই ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসা অবৈধ পণ্য জব্দ করা হয়। তবে এবারের অভিযানের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন।
অনেক সময় শাড়ি, লেহেঙ্গা, জিরা, ফুচকাসহ নানা সামগ্রী আটক করা হলেও এবার কুকুর ও বিড়ালের ঔষধসহ নানা উন্নতমানের সামগ্রী জব্দ করা হয়েছে।
এদিকে সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা। জব্দকৃত পণ্য সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলেও জানান তিনি।