মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত নিলে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর আরও হামলা হতে পারে।
শুক্রবার (১১ জুলাই) এক বক্তব্যে খামেনি বলেন, ‘আল উদেইদ ঘাঁটিতে হামলা কোনো সাধারণ ঘটনা নয়। এটা ছিল একটি বড় পদক্ষেপ। এ ধরনের আঘাত আবারও হতে পারে।’
গেল মাসে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা জানিয়ে দিচ্ছি, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই আছে।’
তেহরান দাবি করে আসছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। এরই প্রতিক্রিয়ায় ইরান ওই হামলা চালিয়েছে বলে জানানো হয়।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিষয়টি নিশ্চিত করে জানায়, ইরানের নিক্ষিপ্ত অন্তত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আল উদেইদ ঘাঁটির লক্ষ্যে আঘাত হানে। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক চিত্রে দেখা গেছে, ঘাঁটির একটি রেডোমে (যেখানে সেনা যোগাযোগ সরঞ্জাম ও প্রযুক্তি থাকে) ক্ষয়ক্ষতি হয়েছে।
কাতারে অবস্থিত এই ঘাঁটিই মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মূল পরিচালন কেন্দ্র। এই কেন্দ্র থেকেই গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নিয়ন্ত্রিত হয়।
সূত্র: আল আরাবিয়া
এমএ//