আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পাঁচ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

খুন ও শিশু যৌন নির্যাতনসহ গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত পাঁচ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।  

গ্রেপ্তারকৃতরা হলেন- জুলিও সেলায়া-সোটো ও মিগুয়েল অ্যাঞ্জেল সালমেরন-গ্রানাদোস (এল সালভাদর), লাজারো ভ্লাদিমির মার্টিনেজ-আর্গুন্ডি (কিউবা) এবং হোসে অ্যাঞ্জেল গার্সিয়া-এসপিনো (মেক্সিকো)।

শুক্রবার (১১ জুলাই) সংস্থাটি গণমাধ্যমকে এক প্রতিবেদনে জানিয়েছে।   

ডিএইচএস এর সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান, গ্রেপ্তারকৃতরা গুরুতর অপরাধে জড়িত। তারা যুক্তরাষ্ট্রে অবস্থানের যোগ্য নয়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। 

আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নাগরিক সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ যদি অবৈধভাবে কোনও দেশে গিয়ে সেই দেশের ক্ষতি করে তাহলে তার সময় শেষের দিকে বলেও জানান তিনি। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #খুন ও শিশু যৌন নির্যাতনসহ #পাঁচ অবৈধ অভিবাসী গ্রেপ্তার #যুক্তরাষ্ট্র