বাংলাদেশ

তিন পুলিশ সদস্য বরখাস্ত

স্বামীর লিঙ্গ কেটে থানা হেফাজতে স্ত্রীর আত্মহত্যা

রাজধানীর ভাটারা থানায় পুলিশ হেফাজতে থাকাকালীন বিষপান করে মারা গেছেন ফিরোজা আশরাফী (২৭) নামের এক নারী। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ভাটারা থানার তিন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তদের মধ্যে রয়েছেন উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন, নারী কনস্টেবল শারমিন এবং নাছিমা। তাদের রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ আশরাফীকে এক হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

সেখানে তিনি শ্বাসকষ্টের কথা জানালে ‘লিগ্যাল এইড’ নামের একটি সংস্থার সহায়তায় তার বাসা থেকে একটি ইনহেলার আনানো হয়। তবে সেই ইনহেলারের প্যাকেটে বিষ ছিল বলে জানা গেছে, যা তিনি পান করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

জানা গেছে, ফিরোজা আশরাফীর সঙ্গে স্বামী ইসমাইল কামাল রিসাদের পারিবারিক কলহ চলছিল। আশরাফী থাকতেন ভাটারায়, আর তার স্বামী পল্লবীতে।

ঘটনার দিন ভোরে পল্লবীতে স্বামী ইসমাইল  গোপনাঙ্গ কেটে দেন আশরাফী। পরে নিজেই তাকে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্বামীর স্বজনরা। সেখানে তার স্বামীর আত্মীয়স্বজনদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে ভাটারা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

সেখানে থাকা অবস্থায় পল্লবী থানা পুলিশ জানায়, আশরাফীর বিরুদ্ধে স্বামীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং তাকে হেফাজতে নেওয়া হবে। এর কিছু সময়ের মধ্যেই তিনি বিষপান করেন।

এ ঘটনায় ভাটারা থানায় ‘আত্মহত্যা চেষ্টা’ আইনে একটি মামলা হয়। পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য তিন পুলিশ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় থানায় আত্মহত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ। একই সঙ্গে দায়িত্বে গাফিলতির কারণে সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।

বর্তমানে আশরাফীর স্বামী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, ইসমাইলের লিঙ্গ প্রায় ৮০ শতাংশ কাটা গেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #পুলিশ #ঢাকা মেডিকেল কলেজ #ঢামেক