দেশজুড়ে

ভাতিজার হাতে চাচা খুন !

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী ও ছেলে। শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে সুন্দরগঞ্জে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা (মাঝবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জিয়ারুল ইসলাম (৪৪), তিনি মৃত জাফর আলীর ছেলে। অভিযুক্ত সাইফুল ইসলাম (২২), জিয়ারুলের ভাই ইব্রাহিম আলীর ছেলে। বিষয়টি গণমাধ্যমকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ  নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালিগালাজ করলে, ভাই জিয়ারুল এর প্রতিবাদ করেন। বিষয়টি নিয়ে উত্তেজনা তৈরি হলে জিয়ারুল ও ইব্রাহিমের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম ধারালো ছুরি নিয়ে চাচা জিয়ারুলের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাচাকে বাঁচাতে গেলে সাইফুল তার স্ত্রী আছমা বেগম (৩৫) ও ছেলে মো. ইসমাইল হোসেন (১৭)-কেও ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ওসি আব্দুল হাকিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। অভিযুক্ত সাইফুলকে ধরতে অভিযান চলমান রয়েছে। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাইবান্ধা #ভাতিজার হাতে চাচা খুন