আন্তর্জাতিক

বিশ্ব অর্থনীতির শক্তি হতে চায় আসিয়ান: মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

কুয়ালালামপুরে শুক্রবার (১১ জুলাই) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আসিয়ান মহাসচিব কাও কিম হোউর্ণ ঘোষণা করেছেন, আসিয়ান অঞ্চলকে ভবিষ্যতে একটি একক একক বাজারে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় ও শক্তিশালী হবে।

তিনি জানান, আসন্ন ৪৭তম আসিয়ান সম্মেলন আগামী ৩ থেকে ৫ নভেম্বর মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত হবে, যেখানে আসিয়ান ট্রেড ইন গুডস এগ্রিমেন্ট (ATIGA) এর হালনাগাদ সংস্করণ স্বাক্ষরিত হবে। এই চুক্তির মাধ্যমে আসিয়ান ব্লকের সদস্য দেশগুলো আরও ঘনিষ্ঠভাবে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিকভাবে সংযুক্ত হবে।

মহাসচিব হোউর্ণ বলেন, ‘এই চুক্তি আসিয়ানকে একক বাজারে রূপান্তরিত করার প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবে। এটি সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করবে এবং বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

তিনি আরও বলেন, আসিয়ান ব্লক কৌশলগতভাবে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সামঞ্জস্য রেখে বিশ্ব অর্থনীতিতে একটি শক্তিশালী অঞ্চল হিসেবে আবির্ভূত হবে।

এই একক বাজার গঠনের মাধ্যমে আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে পণ্যের, সেবার, বিনিয়োগের এবং কর্মীবাহিনীর সহজ চলাচল সম্ভব হবে, যা অঞ্চলটির প্রতিযোগিতামূলক সক্ষমতা ও সমৃদ্ধিকে বহুগুণ বৃদ্ধি করবে।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিতব্য আসন্ন সম্মেলনে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আসিয়ানের অভ্যন্তরীণ সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুয়ালালামপুর #আসিয়ান #মহাসচিব কাও কিম হোউর্ণ