শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) -এর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। এসময় মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারও দাবি করেন তারা।
রোববার (১৩ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা অবধি বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সিরাজগঞ্জ শহর।
সিরাজগঞ্জ শহরের ইবি রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের এসএস রোড, বাজার স্টেশন এলাকা ঘুরে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী, যাদের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, ছাত্রদলের সভাপতি জুনায়েদে হোসনে সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজ, যুবদলের সভাপতি মো. আলামিন খান, মহিলা দলের সভাপতি মোছা. সাবিনা ইয়াসমিন, শ্রমিক দলের সভাপতি মো. বিশা শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল কায়েস, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মতিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা জিয়ার ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এটা শুধু একজন নেতার অসম্মান নয়, এটা গোটা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর আঘাত।” বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে রাজপথে এর কঠোর জবাব দেবে জনগণ।”
বক্তারা আরও বলেন, “মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বর্বরতার দ্রুত বিচার চাই। অন্যথায় জনগণ রাস্তায় নামবে।”
আই/এ