খেলাধুলা

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সিরিজে টিকে রইলো বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ টি ২০ সিরিজে ১-১ এ সমতা এনেছে বাংলাদেশ।

রোববার (১৩ জুলাই)  শ্রীলঙ্কার ডাম্বুলায় দুই দল মুখোমুখি হয়।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন লিটন। এ ছাড়া ৪৮ রান করেছেন শামীম। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৯৪ রানে অলআউট শ্রীলঙ্কা।

৫০ বলে ৭৬ রান এবং দুই ক্যাচ ও দুই স্ট্যাম্পিং করে প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছে লিটন কুমার দাস।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শ্রীলঙ্কা