৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে খুব কঠোর শুল্ক আরোপ করা হবে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে যাচ্ছি। যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে ব্যাপারটা খুবই সোজা --শুল্ক হবে ১০০%। আর সেটাই বাস্তবতা।
ট্রাম্পের এ হুমকি রাশিয়ার ওপর চাপ তৈরিতে নতুন কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তার বাণিজ্যিক অংশীদারদের মাধ্যমে।
সেকেন্ডারি ট্যারিফ মূলত সেইসব দেশকে লক্ষ্য করে দেওয়া হয় যারা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যায়।
এনএস/