আন্তর্জাতিক

১১২টি পানি কেন্দ্র উড়িয়ে দিল ইসরাইলি বাহিনী, ৭০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে। গেল ২৪ ঘণ্টায় ইসরাইল ১১২টি পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়ে ৭২০টি পানির কূপ ধ্বংস করেছে, যার ফলে আরও ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় ১২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হয়ে পড়েছে। 

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইসরাইল পানির সংকটকে হত্যাযজ্ঞের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বাহিনী ‘তৃষ্ণার্ত যুদ্ধ’ নামে একটি নতুন কৌশল প্রয়োগ করছে, যেখানে পানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র মানুষের ওপর হামলা করা হচ্ছে। এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আশা করছেন আগামী সপ্তাহে গাজায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।  কাতারের রাজধানী দোহার মধ্যে এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, যেখানে ইসরায়েলি জিম্মি এবং বন্দির মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি আলোচিত হবে।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের উপনেতা মুহাম্মদ আল-হিন্দি জানিয়েছেন, ইসরাইল শর্তগুলো মানতে অস্বীকার করেছে এবং নতুন যুদ্ধবিরতির আলোচনায় গাজায় আগ্রাসন বন্ধ, সেনা প্রত্যাহার এবং নিরাপদ ত্রাণ বিতরণের শর্ত রাখা হয়েছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে ১ লাখ ৩৮ হাজার ৫২০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন এবং গেল ২১ মাসে শত শত বিমান হামলায় ধ্বংসস্তূপ থেকে এক হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল