দেশজুড়ে

আ.লীগের হামলা, পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন এনসিপি নেতারা

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের সমাবেশ শেষে মাদারীপুরে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আবারও হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। এসময় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপির নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। 

বুধবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনায় ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে এবং এনসিপির একটি অংশকে নিরাপদে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সরিয়ে নেয়।

সেখানে আশ্রয় নেওয়া এনসিপি নেতারা জানিয়েছেন, তাদের গাড়িবহরের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হয়েছে। বহরের অন্য অংশ মাদারীপুরের দিকে রওনা দিলেও তাদের নিয়েও আশঙ্কায় রয়েছেন তারা।

ঘটনার পরপরই গোপালগঞ্জ সদর এলাকায় পুলিশ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে দুপুর দেড়টার দিকে এনসিপির গোপালগঞ্জ সমাবেশেও হামলা হয়। স্থানীয়রা জানান, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে হামলাকারীরা মঞ্চে উঠে ভাঙচুর চালায়।

এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি চালাচ্ছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জে পথসভা আয়োজন করা হয়। তবে কর্মসূচি ঘিরে শুরু থেকেই উত্তেজনা তৈরি হয়।

উপজেলা প্রশাসনের গাড়িবহর ও পুলিশের একটি গাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। উলপুর এলাকায় পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরেও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ #এনসিপি