ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় ২৫২ জন আহত হয়েছেন। এর ফলে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০-এ পৌঁছেছে।
বুধবার (১৬ জুলাই) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার হাসপাতালগুলোতে গেল ২৪ ঘণ্টায় আরও ৯৪টি মরদেহ আনা হয়েছে এবং বর্তমানে মোট আহতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে দাঁড়িয়েছে।
মন্ত্রণালয় জানায়, অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এছাড়া গেল ২৭ মে থেকে গাজার মানবিক সহায়তা কেন্দ্রে সহায়তা নিতে গিয়ে আরও ৭ ফিলিস্তিনি নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। এ পর্যন্ত এই সময়কালে ৮৫১ জন নিহত এবং ৫ হাজার ৬৩৪ জন আহত হয়েছেন।
এদিকে জানুয়ারিতে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও ১৮ মার্চ ইসরাইল ওই চুক্তি লঙ্ঘন করে গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ৭ হাজার ৭৫০ জন নিহত এবং ২৭ হাজার ৫৬৬ জন আহত হয়েছেন।
এসকে//