সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা দুঃখজনক এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাহরাইনের ক্রাউন প্রিন্সের উপস্থিতিতে এই মন্তব্য করেন তিনি।
এসময় সাংবাদিকরা সিরিয়ার বিষয়ে ট্রাম্পের মন্তব্য জানতে চান। ট্রাম্প তখন রুবিওকে জবাব দিতে বলেন। রুবিও বলেন, দেশটির বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের শত্রুতার কারণে এমন হচ্ছে।
এই উত্তেজনার মধ্যে ইসরাইল ও সিরিয়ার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে।