আন্তর্জাতিক

ইসরাইলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। শুক্রবার (১৮ জুলাই) রাতে চালানো এই হামলার পর বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং তেল আবিব ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি এক বিবৃতিতে জানান, ‘ফিলিস্তিন-২’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি বেন গুরিয়ন বিমানবন্দরে নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে।

তিনি দাবি করেন, হামলার পর লক্ষ লক্ষ ইসরায়েলি নাগরিক বাঙ্কারে আশ্রয় নেন এবং বিমানবন্দর থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিবৃতিতে ইয়াহইয়া সারি বলেন, "গাজায় চলমান গণহত্যা ও অবরোধের জবাবে আমরা এই অভিযান পরিচালনা করেছি। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে আমাদের সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন না ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়।"

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর গুশ দান অঞ্চল এবং দখলকৃত পূর্ব জেরুজালেমে (আল-কুদস) নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া এটি দ্বিতীয় ক্ষেপণাস্ত্র।

এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। এখনো ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইয়েমেন