আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেরিফ (পুলিশ) বিভাগের একটি প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে তিন কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় বিসকাইলুজ ট্রেনিং সেন্টারে এই ঘটনা ঘটে।

নিহতের মধ্যে আছেন জসুয়া কেলি একলুন্ড, ভিকটর লেমাস ও উইলিয়াম অসবর্ন। নিহতের সবাই উপ শেরিফ কর্মকর্তা। 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রশিক্ষণ কেন্দ্রটিতে শেরিফের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর বোমা স্কোয়াড ও তাদের ঘাঁটি রয়েছে

কীভাবে এই বিস্ফোরণের ঘটনা তা নিয়ে তদন্ত চলছে, জানিয়েছেন শেরিফ কর্মকর্তা রবার্ট লুনা।  

লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগের মুখপাত্রের মতে, প্রশিক্ষণ কেন্দ্রটির স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কি লটে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের পর স্থানীয় বোমা নিষ্ক্রিয়কারী দল ও এফবিআইসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #বিস্ফোরণ