বিনোদন

শাকিব-মিষ্টি জান্নাতকে ঘিরে নতুন গুঞ্জন, কি বলছেন অভিনেত্রী !

বিনোদন ডেস্ক

বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার শাকিব খান বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেমন সিনেমাতে থাকেন তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার অন্ত নেই। সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও অভিনেত্রী বুবলী-এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইতোমধ্যেই রয়েছে বহু আলোচনা। তবে এবার আলোচনার কেন্দ্রে আরেকজন অভিনেত্রী মিষ্টি জান্নাত।

সম্প্রতি মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে একটি সেলফি শেয়ার করেন সামাজিক মাধ্যমে, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। এর আগেও এক ফ্লাইটে তাদের তোলা একটি ছবিতে মিষ্টি লিখেছিলেন, “লাভ লাভ”, যা থেকেই শুরু হয় জল্পনা। শাকিব খান কি এবার মিষ্টি জান্নাতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করছেন?

তবে এসব গুঞ্জন নিয়ে মিষ্টি জান্নাত স্পষ্টভাবে মুখ খুলতে রাজি নন। সাংবাদিকদের তিনি বলেন, “আমি শাকিব খান সম্পর্কে কিছু বলব না। যখন তিনি সাক্ষাৎকার দেন, তখন আপনারা তার কাছেই প্রশ্ন করুন। তার উত্তরেই সব মিটে যাবে।”

তিনি আরও জানান, তিনি প্রচারের জন্য শাকিবের নাম ব্যবহার করেন না। এক ব্যক্তিগত অনুষ্ঠানে মিষ্টি বলেন, “শাকিবের নাম জড়ালে প্রচার হয় ঠিকই, কিন্তু আমি কখনও সেই উদ্দেশ্যে কিছু করি না।”

উল্লেখ্য, মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিনয় জীবন শুরু করেন। কিছু চলচ্চিত্রে অভিনয়ের পর ব্যক্তিগত কারণে কিছুদিন তিনি সিনেমা থেকে দূরে ছিলেন। তবে বর্তমানে তিনি আবার বড়পর্দায় ফেরার পরিকল্পনা করছেন।

অন্যদিকে, শাকিব খান এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে তিনি অতীতে একাধিকবার বলেছেন,যদি আমি সবার মন্তব্যের উত্তর দিতে শুরু করি, তবে কাজ করতে পারব না।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #শাকিব খান #মিষ্টি জান্নাত