জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলট তৌকিরের জানাজা সম্পন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধানসহ (ভারপ্রাপ্ত) নিহতের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, নিহত পাইলট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। ফিউনারেল প্যারেড হলো সামরিক বা আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা। সাধারণত কোনো সামরিক কর্মকর্তার মৃত্যুর পর এটি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। 

দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী। এছাড়া আহত হয়েছেন ১৬৫।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #উত্তরা #মাইলস্টোন স্কুল