রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। এই দুর্ঘটনায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে তার শোক ও ক্ষোভ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে সাবিলা লিখেছেন, “আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে, ভাবিনি। এ শোক সইবার শক্তি পাই কোথায়?”
সাবিলা আরও লেখেন, “এভাবে জীবন চলে যাবে এই ভাবনা মেনে নেয়া খুবই কঠিন।”
উল্লেখ্য, গেল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমান ও স্কুল ভবনে আগুন ধরে যায়, যার ফলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং ১৬৫ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এসকে//