বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাত। এত কম সময়ে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন যে এখনও অনেকে আছে যারা সেই পর্যায়ে যেতে পারেননি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে একটি পোস্ট করেছেন। যা নিয়ে নিজের ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক, আর ক্ষমতায় গেলে সবাই...! দেখি শূন্যস্থানটা আপনারাই পূরণ করেন।" পোস্টের সঙ্গে একটি রাগের ইমোজিও ব্যবহার করায় ভক্তদের মধ্যে এই বক্তব্যের পেছনে কোনও বিশেষ ইঙ্গিত বা পরিস্থিতি রয়েছে কিনা, তা নিয়ে শুরু হয় নানা ধরনের জল্পনা।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৩:১৫ মিনিটে এই পোস্টটি প্রকাশ হওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়। ভক্তরা ভাবতে থাকেন, কি কারণে এমন একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা? তবে কিছুক্ষণ পরই নিজের পোস্টের রহস্য উন্মোচন করেন ইরফান সাজ্জাত।
পোস্টের মন্তব্যের ঘরে তিনি শূন্যস্থানটি পূর্ণ করে লিখেছেন, "ক্ষমতায় না থাকলে সবাই দেশপ্রেমিক, আর ক্ষমতায় গেলে সব ‘পোস্ট ডিলিট করেন, সমস্যা হবে।’" এই মন্তব্যের সঙ্গে তিনি হা হা রিয়্যাক্টও যোগ করেন, যা পোস্টটির কৌতূহল আরও বাড়িয়ে দেয়।
এদিকে এই পোস্টের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের প্রাণহানি ঘটেছে এবং ১৬৫ জন আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের এমন পরিস্থিতি এবং ইরফান সাজ্জাতের পোস্টের পর সামাজিক রাজনীতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে আরও অনেক আলোচনা চলছে।
এসকে//