সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে রাকিবুল হাসান নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার ১নং গলির শফিকুল ইসলাম শফির ছেলে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজার সংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাকিবুল হাসান ও তার এক বন্ধু উল্লাপাড়ার উধুনিয়াতে ঘুরতে এসেছিল। ঘোরাঘুরি শেষে বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলো। তারা মোহনপুর বাজার সংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ বাধে এতে ঘটনাস্থলেই রাকিবুল হাসান নিহত ও তার বন্ধু আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
আই/এ