বিনোদন

নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা লাগছে : মৌ শিখা

বিনোদন ডেস্ক

দীর্ঘ ২৫ বছরের অভিনয় ক্যারিয়ারে একসময় ছোট ও বড় পর্দায় ব্যস্ততার কোনও কমতি ছিল না মৌ শিখার। তবে সম্প্রতি কাজের অভাব তাকে এক কঠিন সংকটে ফেলেছে। 

আড়াই মাস ধরে কাজের ঘাটতির পর অভিনেত্রী এখন নিজেকে ‘অভিনেত্রী’ ভাবতেই সংকোচ বোধ করছেন।

তিনি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। যেখানে লিখেছেন, “নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা লাগে।” একসময় যেখানে মাসে ২০ দিন কাজ করতেন, সেখানে এখন কাজ হচ্ছে মাত্র ৪-৫ দিন। মৌ শিখা জানিয়েছেন, এটি তার জন্য হতাশাজনক। কারণ তার সংসারও পুরোপুরি তার অভিনয়ের উপর নির্ভরশীল।

তিনি আরও লিখেছেন, “২৫ বছর ধরে একই সম্মানীতে কাজ করছি, এখনও আমার রেমুনারেশন মাত্র পাঁচ হাজার টাকা। কাজ কমে যাওয়ার কারণ আমি জানি না। হয়তো মরে গেলে কেউ আফসোস করবে, কিন্তু বেঁচে থাকতে তো আমি কাজের মূল্যায়ন চাই।” মৌ শিখার এই ক্ষোভ এক দিকে তার ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন, অন্যদিকে বাংলার বিনোদন শিল্পের এক বড় প্রশ্নও তুলে ধরছে অভিনেত্রীদের মূল্যায়ন এবং তাদের প্রাপ্য সম্মানী কি আদৌ পাওয়া যায়?

শেষে সহকর্মীদের কাছে তিনি আবেদন করেছেন, “যতদিন বাঁচি, কাজ করতে চাই। আপনারা যদি পাশে থাকেন, তা হলে খুবই সাহায্য হবে। হঠাৎ করে কাজ কমে যাওয়ার এমন সংকট এক শিল্পীর জন্য সহজ নয়।”

এসকে//