আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালমার্টে ঢুকে হামলা, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়ালমার্টের একটি সুপারমার্কেটে ঢুকে হামলায় ১১ জন আমেরিকান আহত হয়েছেন। এ ঘটনায় ৪২ বছর বয়সী ব্র্যাডফোর্ড জেমস গিল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সময় শনিবার ( ২৬ জুলাই) বিকেলে মিশিগানের ট্রেভার্স শহরে ও ঘটনা ঘটে বলে এক প্রতিবেদন জানিয়েছে বৃটিশ বার্তা সংস্থা বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, হামলার পরপরই আহতদের নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ৮৪ বছরের মধ্যে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর এবং বাকি ৬ জন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

গ্রান্ড ট্রেভার্স শহরের শেরিফ মিশেল শিয়া জানিয়েছেন, হামলাকারী একটু ভাজ করা ছুরি নিয়ে ওই সুপারমার্কেটে ঢুকে হামলা চালায়। পুলিশ খবর পাওয়ার দুই মিনিটের মাথায় ঘটনাস্থলে উপস্থিত হয় এবং হামলাকারীকে আটক করে।

তিনি জানান, পুলিশ এখনও এ ঘটনার উদ্দেশ্য বের করতে পারেননি। বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।

এফবিআইয়ের উপ-পরিচালক ড্যান বোঙ্গিনো বলেছেন ,  স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য এফবিআই কাজ করছে।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন যে তিনি "ভয়াবহ ঘটনার পর আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করছেন"।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মিশিগান