আন্তর্জাতিক

অস্ত্রবিরতির লক্ষ্যে মালয়েশিয়ায় আলোচনায় বসছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

সীমান্ত সংঘাত থামানো ও অস্ত্রবিরতির লক্ষ্যে মালয়েশিয়ায় আলোচনায় বসছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতারা।

আজ সোমবার (২৮ জুলাই) মালেশিয়ায় এই শান্তি আলোচনায় সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সভাপতিত্ব করবেন। এই আলোচনায় চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও থাকবেন।  মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যাংকক ও নমপেনের অনুরোধে এ শান্তি আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সভাপতিত্ব করবেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, শান্তি প্রচেষ্টায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মালয়েশিয়ায় আছেন।